গুগল সার্চ কনসোল কি - এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম

গুগল সার্চ কনসোল কি এবং এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমাদের যাদের ব্লগার একাউন্ট রয়েছে। আমাদের অবশ্যই গুগল সার্চ কনসোল সম্পর্কে জানতে হবে। তাই আজকের এই আর্টিকেলে গুগল সার্চ কনসোল কি এবং এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আমরা যারা ব্লগার থেকে টাকা ইনকাম করতে চাই অবশ্যই আমাদের গুগল সার্চ কনসোলে ব্লগার একাউন্টটি যুক্ত করতে হবে। এর মাধ্যমে জানতে পারবো পোস্টের জন্য কতগুলো ভিজিটর আসতেছে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই।

সূচিপত্র: গুগল সার্চ কনসোল কি - এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম সম্পর্কে জেনে নিন

গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি

গুগল সার্চ কনসোল কি এবং এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আমাদের প্রয়োজনীয় যে কোন জিনিস সার্চ দিয়ে দেখতে পারি বা অজানা কিছু জানতে পারি সেটিই আসলে গুগল সার্চ ইঞ্জিন। এখন আমরা জানবো গুগল সার্চ কনসোল কি? আমাদের যাদের একটি ব্লগার ওয়েবসাইট রয়েছে। সেখানে বিভিন্ন বিষয় আর্টিকেল বা পোস্ট বা কনটেন্ট লেখা থাকে। এই পোস্টগুলো গুগলে কতগুলো ভিজিটর সার্চ দিচ্ছে বা কোন বিষয়ের উপর সার্চ দিচ্ছে এটি আসলে আমরা দেখতে পারি।

আরো পড়ুন: রোগ নিরাময়ে কালোজিরার ১৫ টি স্বাস্থ্য উপকারিতা

এর জন্য আমাদের একটি গুগল সার্চ কনসোলে আমাদের নতুন ব্লগার অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। আমরা যেখানে আমাদের এই ওয়েবসাইটটা সাবমিট করব সেটিই গুগল সার্চ কনসোল। এখন আমরা জানবো গুগল সার্চ কনসোল এর কাজ কি? পুরো পৃথিবীব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের হাতে আমাদের এই কন্টেন্ট পৌঁছানো। এর জন্য কনটেন্টকে ইনডেক্স করাতে হবে।

গুগল সার্চ কনসোলে ব্লগার একাউন্ট যুক্ত করার নিয়ম

গুগল সার্চ কনসোলে ব্লগার একাউন্ট যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এর জন্য প্রথমে গুগলে গিয়ে গুগল সার্চ কনসোল (google search console ) লিখে সার্চ দিতে হবে। তারপর সেখানে গিয়ে স্টার্ট নাও (Start Now ) বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার যে জিমেইলটি ব্লগার একাউন্টে যুক্ত করা আছে সেটি দিতে হবে। এরপর আপনি দুইটি অপশন দেখতে পাবেন।

একটি হলো ডোমেইন ( Domain ) এবং অন্যটি হলো URL Prefix. ডোমেইন এর অপশনে আপনার প্রধান ডোমেইন মুক্তি যুক্ত করতে হবে। শুধুমাত্র ( yourwebsite.com ) এইটুকু দিতে হবে। এরপর আপনার সাব ডোমেইন টি URL Prefix এ দিতে হবে। যেমন:https://www.yourdomain.com দিতে হবে। এরপর CONTINE এ চাপ দিতে হবে। এটি অটো ভেরিফাই নিয়ে নিবে।


কারণ আমরা যে একাউন্টে ব্লগার ওয়েবসাইট তৈরি করছিলাম সেই একাউন্টেই এটি করছি। যদি এইরকম কারো না হয় তাহলে গুগল সার্চ পেজে HTML tag এসে যে কোড রয়েছে সেটি কপি করতে হবে। এটা করা হয়ে গেলে আপনি যাবেন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে থিমের মধ্যে। কাস্টমাইজ থেকে Edit HTML যাবেন। তারপর লেখার মধ্যে যে কোন একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল F চাপ দিবেন।

<head> লেখা শেষে ইন্টার বাটন চাপ দিন। এরপর ফাঁকা জায়গায় কোটি পেস্ট করুন। এরপর সেভ আইকনটিতে ক্লিক করুন এরপর নিচে Update successful দেখাবে। পুনরায় গুগল সার্চ কনসোলএ এসে VERIFY তে ক্লিক করুন এবং Ownership Verify করুন। এভাবে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে যুক্ত হয়েছে।

গুগল সার্চ কনসোলে কন্টেন্ট ইনডেক্স করার নিয়ম

গুগল সার্চ কনসোলে কন্টেন্ট ইনডেক্স করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আমাদের ব্লগার ওয়েবসাইটে কনটেন্ট পাবলিস্ট করার পর সেটি আমরা গুগল সার্চ কনসোলে দেখতে পাবো। একটি কন্টেন্ট বা আর্টিকেল ২৪ ঘন্টার মধ্যেই ইনডেক্স হয়ে থাকে। যদি এটি ইনডেক্স না হয়ে থাকে সেক্ষেত্রে গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স করাতে হবে।

আরো পড়ুন: শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ফিট থাকার উপায়

এজন্য গুগল সার্চ কনসাল এর ড্যাশবোর্ড এ ক্লিক করুন। এরপর সার্চ বক্সে আর্টিকেলটির permalink প্রদান করুন। এরপর google search console dashboard পেস্ট করুন। পেস্ট করা লেখার শেষে (?m=1) দিয়ে ইন্টার বাটনে চাপ দিন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ইনডেক্স রিকোয়েস্টেড এর একটি মেসেজ আসবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনার কনটেন্ট টি ইনডেক্স হয়ে যাবে।

সাইটম্যাপ সাবমিট করবেন কিভাবে

সাইটম্যাপ সাবমিট করবেন কিভাবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট এড করার পর সেখানে সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সার্চ কনসোল এর বাম পাশের সাইট বাড়ে সাইট ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। ডোমাইনের পাশে একটি ফাঁকা ঘর থাকবে। ফাঁকা বক্সে sitemap.xml লিখে ক্লিক করতে হবে। সাইট ম্যাপ সাবমিট করা হলে Success লেখা দেখাবে।

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন বেকার না থেকে ঘরে বসে মাসে প্রচুর টাকা ইনকাম করা। গুগল এডসেন্স গুগল এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। গুগল এডসেন্স হল একটি বিজ্ঞাপন বা কিছু অ্যাড। এটি গুগল থেকে কোন পোস্ট বা কনটেন্টে দেখিয়ে দিতে পারে। যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

এটি আপনি ঘরে বসে করতে পারেন। এর জন্য প্রথম আপনাকে যে কাজটি করতে হবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। এর জন্যই তো আপনাকে গুগল সার্চ কনসোল কি এবং এটি কিভাবে ব্লগার একাউন্টে যুক্ত করবেন এবং এর কাজ সম্পর্কে ধারণা পেয়েছেন। এর মাধ্যমে গুগল কিছু টাকা ইনকাম করতে পারে এবং কিছুটা কাস্টমারদের দিয়ে থাকে।

লেখকের শেষ মন্তব্য

গুগল সার্চ কনসোল কি - এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনার যদি একটি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই গুগল সার্চ কনসোল কি এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এবং মনোযোগ সহকারে আর্টিকেলটি করতে হবে।

আশা করছি আপনি গুগল সার্চ কনসোল কি এবং এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক বিষয় জানতে নিয়মিত আমাদের এই ওয়েবসাইট ফলো করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url