গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম

গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানিনা। সেই সঙ্গে আমরা আরও জানবো আমাদের ব্লগার পোস্টগুলো কোথায় থেকে ভিজিট করা হচ্ছে। তাই আজকের এই আর্টিকেলে গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

গুগল একটি সার্চ ইঞ্জিন। ঠিক তেমনি গুগল অ্যানিলিটিক্সও একটি সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে আমাদের ব্লগার একাউন্টের পোস্টগুলোর ভিজিটর সম্পর্কে জানতে পারবো। তাহলে চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

পোস্ট সচিপত্র:গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম সম্পর্কে জেনে নিন।

গুগল অ্যানিলিটিক্স কি

গুগল অ্যানিলিটিক্স কি এই সম্পর্কে জেনে নিন। অ্যানিলিটিক্স কথার সঠিক এবং সহজ অর্থ হলো পর্যবেক্ষণ অথবা বিশ্লেষণ করা। গুগল একটি সার্চ ইঞ্জিন। আর গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগল এর তথ্য পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করা। এটি গুগল এর একটি নিজস্ব টুলস। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের পর্যবেক্ষণ করতে পারবেন। যাকে ট্রাকিং সিস্টেমও বলা হয়ে থাকে। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইট এর কোন অংশ ভিজিট করতেছে, কোন দেশ থেকে ভিজিট করতেছেন, কোন বয়সী এবং সেটি নারী নাকি পুরুষ সেটিও চিহ্নিত করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে।

গুগল অ্যানিলিটিক্স এর কাজ কি

গুগল অ্যানিলিটিক্স এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। গুগল অ্যানালিটিক্স এর কাজই হচ্ছে পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করা। এটি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। যেমন: ডাটা কালেক্ট, ডেটা পর্যালোচনা, পারফরম্যান্স পরিমাপ, কন্টেন্ট ইমপ্রুভমেন্ট, ভিজিটর সম্পর্কে ধারণা, পেজ অপটিমাইজেশন, ইমেইল নির্ভর ডাটা, কাস্টম রিপোর্ট এবং মার্কেটিং মেথড তৈরি।

গুগলের ট্রাকিং স্পিড অনেক বেশি। স্পিড অনেক বেশি থাকার কারণে দ্রুত লাইভ ডাটা পাওয়া যায়। এবং কোন আইডি থেকে ডাটা কালেক্ট করা হচ্ছে এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর উপর ভিত্তি করে গুগল পর্যালোচনা করে এবং ওয়েবসাইট মালিকের কাছে প্রেরণ করেন। ডেটা পর্যালোচনা গুগল এনালিটিক্সের একটি সাইট। এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের হাতে তথ্য পৌঁছে দেয়। ডাটা পর্যালোচনার মধ্যে রয়েছে বয়স, ভাষা, দেশ এবং জেন্ডার ইত্যাদি। এর মাধ্যমে আপনার ভিজিটর দের সম্পর্কে জানতে পারবেন।

পারফরম্যান্স পরিমাপ হল ভিজিটরগন আপনার ওয়েবসাইটে কতক্ষণ ধরে আছে। এবং তার ব্যবহার কেমন তার ইম্প্রেশন কেমন এই সম্পর্কে গুগল ওয়েবসাইট মালিকের কাছে তথ্য প্রেরণ করে। কন্টেন্ট ইমপ্রুভমেন্ট হলো এনালিটিক্স এর একটি বড় অংশ। আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট কেমন করা দরকার এই সম্পর্কে ধারণা দিয়ে থাকে। যেমন হবে কনটেন্ট ভিজিটরদের সংখ্যা হবে ঠিক তেমন। কনটেন্টের মান যেমন র‍্যাঙ্ক করবে ঠিক তেমন।

ভিজিটরগণ কোন ডিভাইস থেকে ভিজিট করতেছে এই সম্পর্কে ধারণা দিয়ে থাকে ভিজিট সম্পর্কে ধারণা এর মাধ্যমে। পেজ অপটিমাইজেশন হলো কিভাবে লেখা, ছবি, ভিডিও সাজালে ভিজিটরগণ সেটিকে পড়ে বিরক্ত ফিল না করে এই সম্পর্কে ধারণা দিয়ে থাকে। ভিজিটর এর সংখ্যার উপর নির্ভর করে পণ্য বিক্রি হয়। আপনার ইমেইল যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিজিটর পাবেন। 

কাস্টম রিপোর্ট হলো আপনার ভিজিটরগণ কখন আসে, কোন মাধ্যমে আসে, কোন ডিভাইস করে কোন পেজ ভিজিট করেন এই সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকে। মার্কেটিং মেথড হলো আপনার পণ্য বা সার্ভিস এর উপর নির্ভর করে। এর মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসে সার্ভিস বা পণ্য পেয়ে থাকে। এতে খারাপ পণ্য পাওয়ার সম্ভাবনা কমে যায়। মোট কথা, গুগল অ্যানালিটিক্স আমাদের মার্কেটিং মেথড তৈরি করতে সাহায্য করে।

গুগল অ্যানিলিটিক্স একাউন্ট খোলার নিয়ম

গুগল অ্যানিলিটিক্স একাউন্ট খোলার নিয়ম এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এর জন্য প্রথমে গুগল এ গিয়ে গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দিতে হবে। এর মেইন ওয়েব সাইটে প্রবেশ করতে হবে আপনাকে। এরপর আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। এরপর এখান থেকে Start measuring ক্লিক করতে হবে। এরপর আমরা নিউ একাউন্ট নেম লেখাতে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন।

এরপর সবগুলো টিক দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর Property name এর জায়গায় আগের নামও দিতে পারেন। যেই নামই দেন না কেন এর কোন সমস্যা নেই। এরপর এর নিচে টাইম জনে বাংলাদেশ দিতে হবে। আপনি যদি অন্যান্য দেশ নিয়ে কাজ করতে চান তাহলে সেই দেশ সিলেক্ট করতে হবে। Currency হিসাবে ডলার দিতে হবে। এরপর নেক্সট ক্লিক করতে হবে। Industry category এ জায়গায় যে কোনটা দিতে পারেন। 

আরো পড়ুন: গুগল সার্চ কনসোল কি - এটি নতুন ব্লগার একাউন্টে যুক্ত করার নিয়ম

আমরা যেহেতু সাইন্স নিয়ে কাজ করব সেটা দিতে পারি। বিজনেস সাইজ এর জায়গায় আপনি যেকোন একটা দিতে পারেন। এরপর নিচে যা আছে সবগুলোতে ক্লিক করতে হবে। যাতে কোন ইনফরমেশন বাদ না পরে। এরপর Create চাপ দিতে হবে এবং বাংলাদেশ সিলেক্ট করতে হবে আবারো। তারপর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে দুইটা একসেপ্ট বাটনে চাপ দিতে হবে। নিচে I Accept ক্লিক করতে হবে। নিচে সাকসেস লেখা থাকবে।

এরপর যা আসবে সবগুলোতে ক্লিক করে সেভ বাটনে চাপ দিতে হবে। Choose a platform এর জায়গায় Web দিতে হবে। ওয়েবসাইটে ঠিকানায় জায়গায় আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। Create Stream এ চাপ দিতে হবে। সেখানে একটি মিউসারমেন্ট আইডি দেখতে পাবেন সেটাকে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে Configure tag settings চাপ দিতে হবে। এরপর ইন্সটল ম্যানুয়ালি কলিং কপি করতে হবে।

কপি করা হয়ে গেলে আমাদের মেইন ওয়েবসাইটে চলে যেতে হবে এবং থিম এর মধ্যে যেতে হবে।<head/> ট্যাগ এর উপরের লাইনে লিংকটাকে বসাতে হবে। তারপর সেভ করতে হবে। এর মাধ্যমে মেইন ওয়েবসাইটের সঙ্গে গুগল এনালেটিক্সের যুক্ত হয়ে যাবে। তারপর আমরা সবকিছু ট্যাগ করতে পারবো। তবে এটি ৪৮ ঘন্টা মধ্যে সম্পন্ন হবে।

গুগল অ্যানিলিটিক্স এর সুবিধাগুলো কি কি

গুগল অ্যানিলিটিক্স এর সুবিধাগুলো কি কি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। গুগল অ্যানালিটিক্স আপনার ভিজিটর দের সম্পর্কে ধারণা দিতে পারে। গুগল অ্যানিলিটিক্স সকল ধরনের ভিজিটরদের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে থাকে যেমন: ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, পেপার ক্লিক নেটওয়ার্ক ইত্যাদি সম্পর্কে। ভিজিটরগণ কোন পেজে কতক্ষণ ধরে ভিজিট করতেছে এই সম্পর্কেও ধারণা পেয়ে থাকে। এটি গুগলের একটি নিজস্ব টুলস। এর মাধ্যমে কোন টাকা আপনাকে ব্যয় করতে হবে না।

আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে কতজন ভিজিটর রয়েছে এই সম্পর্কে তৎক্ষণার ধারণা দিয়ে থাকে। এবং কোন ডিভাইস থেকে ভিজিটরগণ ভিজিট করতেছে সেটিও দেখতে পারি। যেমন সেটি মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখতে পারি। ট্রাকিং সিস্টেম গুগল অ্যানালিটিক্স এর একটি বড় অংশ। এর মাধ্যমে ভাষা, তার ডিভাইস সব কিছু সম্পর্কে ধারণা দিয়ে থাকে। গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে গুগল সার্চ কনসোল এবং গুগল এডসেন্স যুক্ত করতে পারি। যার মাধ্যমে আমাদের পছন্দমত ওয়েবসাইটটি সাজাতে পারি।

লেখকের শেষ মন্তব্য

গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম এই সব বিষয় জেনে রাখতে হবে এবং মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

আশা করছি গুগল অ্যানিলিটিক্স কি এবং গুগল অ্যানিলিটিক্স নতুন ব্লগারে যুক্ত করার নিয়ম বিস্তারিত বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত আরও আর্টিকেল পড়ার জন্য নিয়মিত আমাদের এই ওয়েবসাইট ফলো করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url